শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ *** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার *** নুরকে ফোনকল করেছেন প্রধান উপদেষ্টা, জানালেন গণঅধিকারের দপ্তর সম্পাদক *** নুরের ওপর হামলার বিচারবিভাগীয় তদন্ত করবে সরকার *** ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

পুদিনা পাতা খাবেন কেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ পূর্বাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

পুদিনা পাতা, যার নিজস্ব গন্ধ আছে, যা মুহূর্তেই আপনাকে সতেজ করে তুলতে পারে। রান্নায় স্বাদ ও গন্ধ বাড়ানোর কাজে প্রাচীন যুগ থেকেই ব্যবহৃত হয়ে আসছে পুদিনা পাতা। এছাড়া পুদিনা পাতা খাবেন কেন? চলুন সে সম্পর্কে জানা যাক-

পুদিনা পাতা নানা ধরনের অসুখ দূরে রাখতেও দারুণ কার্যকরী। গরমের সময়ে শরীর ও মনে সতেজ প্রভাব ফেলে পুদিনা পাতা। এটি হজম, সিজনাল সংক্রমণ এবং মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ভারতীয় পুষ্টিবিদ লভনীত বাত্রা তার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে পুদিনার অনেক উপকারিতা ব্যাখ্যা করেছেন।


স্ট্রেস লেভেল কমায়

পুদিনার অ্যাপোপটোজেনিক এক্টিভিটিজ রক্তে কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ফলে খুব স্বাভাবিকভাবেই কমে আসে মানসিক চাপ। এই গরমে তাই খাবারের তালিকায় যুক্ত করুন পুদিনা পাতা।

ত্বক ভালো রাখে

পুদিনা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোম্যারিনিক অ্যাসিড আমাদের ত্বকে রক্ত ​​সঞ্চালন উন্নত করতে এবং ত্বককে হাইড্রেট করতে কার্যকরী। এছাড়াও, এটি ত্বকে ফ্রি র‌্যাডিক্যাল প্রতিরোধ করে। সেইসঙ্গে বলিরেখা এবং সূক্ষ্ম রেখা পড়তে দেয় না। পুদিনা পাতায় থাকা স্যালিসিলিক অ্যাসিড এবং ভিটামিন এ-এর উপকারিতা ত্বকের সিবাম তেলের নিঃসরণ নিয়ন্ত্রণ করে।

হজম প্রক্রিয়া সহজ করে

পুদিনার এসেন্সিয়াল অয়েল পিত্ত প্রবাহ বাড়াতে কাজ করে। সেইসঙ্গে হজমশক্তি বাড়াতে পাচক এনজাইমকে উদ্দীপিত করে। এটি খাদ্য থেকে উন্নত পুষ্টি শোষণে সহায়তা করে। আমাদের শরীর পুষ্টিকে সঠিকভাবে শোষণ করলে বিপাক বৃদ্ধি পায়। বিপাক বৃদ্ধি পেলে তা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

কাশি ও সর্দি দূর করে

পুদিনা পাতায় রয়েছে মেন্থল। এটি এক ধরনের সুগন্ধযুক্ত ডিকনজেস্ট্যান্ট যা কফ এবং শ্লেষ্মা ভেঙে ফেলতে সাহায্য করে। ফলে আটকে থাকা কফ বের করে দেওয়া সহজ হয়। তাই সর্দি-কাশি দূর করতে পুদিনা পাতা খেতে পারেন।

রক্তচাপ নিয়ন্ত্রণ করে

যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা এই গরমে খাবারের তালিকায় যুক্ত করুন পুদিনা পাতা। বিশেষজ্ঞরা বলছেন, উপকারী এই পাতা রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা রাখে।

সূত্র : হিন্দুস্তান টাইমস অবলম্বন

এস/ আই.কে.জে/

পুষ্টিগুণ স্বাস্থ্য পরামর্শ উপকারিতা প্রাকৃতিক উপায় পুদিনা পাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন